Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে শাকিব-মাহির ‘নবাব এল এল বি’


১৬ মার্চ ২০২০ ১২:৫৮

ঈদের আর বাকি দুমাস। ঠিক এ সময়টায় ঘোষণা এলো ‘নবাব এল এল বি’র। ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছবিটির শুটিং শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে। শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন।

এত দ্রুত কীভাবে শুটিং শেষ করবেন, তারপর তো আরও কাজ বাকি থাকে মুক্তির আগে? প্রশ্ন ছিলো মামুনের কাছে।

‘এখন অনলাইন এডিটিংয়ের যুগ। দিনের এডিটিং দিনে করা যায়। তাছাড়া আমরা প্রি-প্রডাকশনে বেশ ভালো সময় দিয়েছি। সবকিছু প্ল্যান করে করলে দুমাসে ছবি মুক্তি কঠিন কিছু না’—বললেন মামুন।

২০১৭ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘নবাব’। শাকিব খান ও কলকাতার শুভশ্রী অভিনীত ছবিটির সে বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিলো। তখন বেশ ভালো ব্যবসা করেছিলো ছবিটি।

কেন কাছাকাছি নামে আরেকটি ছবি তিন বছরের মধ্যে নির্মাণ করছেন, দর্শক তো বিভ্রান্ত হবেন। অনন্য মামুন বলেন, ‘আমাদের ছবির নাম আলাদা। এছাড়া আমাদের গল্পে শাকিব খান একজন আইনজীবী। যাকে ঘিরে ছবির কাহিনি।’

মামুন জানালেন, ছবিতে মাহিও একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়া স্পর্শিয়ার চরিত্র নিয়ে বলেন, ‘তার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। তা এখনই জানাতে চাইছি না।’

মাহি ছবিটি নিয়ে বলেন, ‘ছবিতে আমার যে চরিত্র তা আগে কখনও করিনি। তাছাড়া অনেক বছর পর ঈদে আমার ছবি আসবে। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।’

‘নবাব এল এল বি’ প্রযোজনা করছে সেলিব্রিটি প্রোডাকশন। নতুন এ প্রযোজনা সংস্থা থেকে ইতোমধ্যে নির্মাণ হয়েছে ‘মেকআপ’ ও ‘সাইকো’ । ছবিগুলো ঈদের পর মুক্তি পাবে।

ঈদের ছবি নবাব এল এল বি মাহিয়া মাহি শাকিব খান স্পর্শিয়া

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর