করোনার চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন টম-রিতা
১৭ মার্চ ২০২০ ০৯:৪৬
করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন হলিউডের বিখ্যাত তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী ও গায়িকা রিতা উইলসন। দুজনই এখন অস্ট্রেলিয়ায় তাদের নিজ বাড়িতে সেলফ কোয়ারেনটাইনে রয়েছেন।
এর আগে ১২ মার্চ দুবার অস্কারজয়ী তারকা টম হ্যাঙ্কস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে জানান, তিনি ও তার স্ত্রীর শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর পরপরই তাদের ব্যাপারে উদ্বেগ জানাতে থাকেন নানা তারকা ও ভক্তরা।
টম হ্যাঙ্কস তার ওই পোস্টে জানান, ডাক্তারের পরামর্শ মতো চলা ও আইসোলেশনে থাকতে হবে তাদের। এরপর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন এ দম্পতি। তবে সোমবার (১৬ মার্চ) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ওই হাসপাতাল থেকে দুজনই ছাড়া পেয়েছেন।
এখন কুইন্সল্যান্ডের বাসায় সেলফ কোয়ারেনটাইনে থাকছেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন।
উল্লেখ্য, বিখ্যাত গায়িকা এলভিস প্রিসলির ওপর একটি সিনেমা তৈরির প্রাথমিক কাজ সারার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন এ দুজন।