Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে মুক্তির ভাবনা দুই ছবির


১৮ মার্চ ২০২০ ১৩:৩৬

করোনাভাইরাসের কারণে বেশ ভালোভাবেই ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে ‘বাঘী থ্রি’ ও ‘আংরেজি মিডিয়াম’। তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে পুনরায় মুক্তির পরিকল্পনা করছে। তবে তারা অপেক্ষা করছে করোনা পরিস্থিতির উন্নতির।

‘বাঘী’ সিরিজের আগের দুটি ছবি বেশ ভালো করছিলো। সে আশায় প্রযোজক ‘বাঘী থ্রি’ মুক্তি দেন ৬ মার্চ। ওপেনিংয়ে বেশ ভালো করেও। করোনাভাইরাসে প্রকোপ প্রথম সপ্তাহে টের পাওয়া গেলো ব্যবসায় খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে গিয়ে বক্স অফিসে ধাক্কাটা খায় ভাইরাসের কারণে।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায় ১৩ মার্চ। বলিউড বক্স অফিস বিশেষজ্ঞরা ছবিটি নিয়ে বলছেন, ‘কোন চিহ্ন ছাড়ায় ডুবে গেছে’।

সার্বিক পরিস্থিতে ‘আংরেজি মিডিয়াম’ প্রযোজক দীনেশ বিজন পুনরায় মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখলেও ‘বাঘী থ্রী’র ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। কারণ ছবিটির সহ-প্রযোজক ফক্স-স্টার রাজি হচ্ছে না। তারা বলছে পুনরায় মুক্তির জন্য নতুন করে প্রচারণার বাজেট কে বহন করবে?

আংরেজি মিডিয়াম বাঘী থ্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর