Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরো ষাটের দশক এক সেটে


১৮ মার্চ ২০২০ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিয়া ভাটের ভক্তরা তাকে সঞ্জয় লীলা বানশালির সাথে কাজ করতে দেখে বেশ আনন্দিত হয়েছে। কারণ আলিয়া যখন সে ছোট্টটি তখন থেকে তার স্বপ্ন বানশালীর সাথে কাজ করার। এ অভিনেত্রীর সালমান খানের সাথে ‘ইনশাআল্লাহ’ করার কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিটি হয়নি।

‘ইনশাআল্লাহ’ না হলেও বানশালী খুব দ্রুতই আলিয়াকে নিয়ে গ্যাংস্টার ড্রামা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ঘোষণা করেন। ছবিটির শুটিং শুরু হয়েছিলো গত ডিসেম্বরে। প্রথম লুক প্রকাশিত হয় এ জানুয়ারিতে।

বর্তমানে ছবিটির শুটিং বন্ধ রয়েছে করোনাভাইরাস মহামারী কারণে। তবে ছবিটি সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশিত হয়েছে।

মুম্বাইয়ের একটি ফিল্ম সিটিতে ষাটের দশকের কামাটিপুরা শহরের একটি প্রতিরূপ তৈরি করা হয়েছে, যা অনেকটাই ওই সময়কার অনুরূপ। সেটে রয়েছে সামনে ‘বাজি’ ছবির পোস্টার লাগানো থানা, দুটি সিনেমা –হল— রাজ কাপুরের ‘জিস দেশ ম্যা গঙ্গা বেহতী হাই’ পোস্টার লাগানো ‘রোশান টকিজ’ এবং ‘পয়সা’ ছবির পোস্টার লাগানো ‘আলবার্ট টকিজ’। সেটে বানানো বাড়ির সামনে ষাটের দশকের বহু তারকার ছবির পোস্টার লাগানো। নির্মাতা চেয়েছেন পর্দায় যেন ওই সময়টা ঠিকঠাক উঠে আসে।

বিজ্ঞাপন

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাবে এ বছরের ১১ সেপ্টেম্বর।

আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি বিশাল সেট সঞ্জয় লীলা বানশালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর