Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হলো ’৮৩ মুক্তি


২০ মার্চ ২০২০ ১৪:৪৯

প্রতি মুহুর্তে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা নিচ্ছেন রাষ্ট্র প্রধানরা। তবুও পুরোপুরি থামানো যাচ্ছে না একে। বিনোদন দুনিয়াও এর প্রভাব পড়েছে। স্থগিত হয়ে গেছে অনেক বহুলি প্রতীক্ষিত ছবির মুক্তি। সে তালিকায় এবার যুক্ত হলো বলিউডের ’৮৩। এক অফিসিয়াল বিবৃতিতে ছবিটির প্রযোজনা সংস্থা এ ঘোষণা দিয়েছে।

কবির খান পরিচালিত ছবিটি মুক্তির কথা ছিলো আগামী ১০ এপ্রিল। স্থগিত ঘোষণা করা হলেও মুক্তির নতুন তারিখ এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন

অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারী দিন দিন বাড়ছে এবং এর প্রাদুর্ভাব ভয়ংকর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে; এর প্রেক্ষিতে আমরা ’৮৩ ছবিটি মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তখন আবার আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আমরা আমাদের ভক্তদের প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করতে এবং তাদের প্রিয়জনদের যত্ন নিতে অনুরোধ করছি। ’৮৩ হচ্ছে সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধের গল্প, তাই আমরা আশা করছি খুব শিগগিরই এ পরিস্থিতি থেকে উঠে আসতে পারবো।

https://www.instagram.com/p/B98S_TSBq21/?utm_source=ig_web_button_share_sheet

১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল ‘বিশ্বকাপ ক্রিকেট’-এ চ্যাম্পিয়ন হয়। সে দলের অধিনায়ক কপিল দেবকে নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন রনবীর সিং। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

৮৩ দীপিকা পাডুকোন রনবীর সিং

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর