Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে ‘একটু ভয়’ পেতে বললেন মাহি


২৪ মার্চ ২০২০ ১৩:৪৬

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে। কিন্তু মানুষজন সরকারের নির্দেশনা মানছে না। ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে মত। মানুষের মনে কোন ভয় নেই। কিন্তু সবাইকে একটু হলেও ভয় পাওয়া উচিত বলে মনে করেন ঢালিউড সুপারস্টার মাহিয়া মাহি।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরশুদিনও বাসার নিচে দেখলাম, দোকানে বসে দেদারসে লোকজন খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমরা আসলে এখনও ভয় পাইনি। আমার মনে হয়, সবারই একটু ভয় পাওয়া উচিত।’

বিজ্ঞাপন

‘আমাদের আসলে একটু হলেও আতঙ্কিত হওয়া উচিত। না হলে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না।’

মাহি জানান, করোনা পরিস্থিতির মধ্যেও তিনি তার বন্ধুদের সাথে করে রেস্টুরেন্টে গিয়েছেন, ঘুরেছেন; এমনকি নিজের সিনেমার মিটিং করেছেন। কিন্তু এক সংবাদে তিনি দেখেন, একজন করোনা আক্রান্ত ব্যক্তির জানাজায় কোন আত্মীয়-স্বজন দূরে থাক কেউ-ই ছিলো না। এমনকি দুজন লোক কোনরকমে তাকে দাফন করেছেন। আর তখন থেকে তিনি নিজেকে স্বেচ্ছাগৃহবন্দি রেখেছেন।

‘আমি একদমই বাসা থেকে বের হই না। পারলে দরজা-জানালাও বন্ধ রাখি। যদিও করোনাভাইরাস আকাশে-বাতাসে ছড়ায় না তবুও আমার কাছে মনে হচ্ছে, করোনা জানালা দিয়ে চলে আসবে। এই ভয়টা আমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আমি জনসমাগমে যাবো না, লোকজনের সামনে যাবো না’— বলেন মাহি।

বেশ আবেগঘন কণ্ঠে মাহি বলেন, ‘মুসলমান হিসেবে কখনও এটা চিন্তা করতে পারি, আমাদের জানাজা আত্মীয়-স্বজনরা পড়তে পারবে না? আমরা কি কখনো চিন্তা করতে পারি, আমাদের বাবা-মা মারা যাবে অথচ তাদের চেহারাটা দেখতে পাবো না। শেষবারের মতো একটিবার জড়িয়ে ধরতে পারবো না! সেটি কি চিন্তা করতে পেরেছি? পারিনি। কিন্তু সেটা এখন হচ্ছে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একটি উপায় হচ্ছে বার বার হাত ধোয়া। এছাড়া একে অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। মাহি সবাইকে এগুলো মেনে চলতে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘বাসা থেকে বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। আমাদের প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রীও অনেক প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে সচেতন না হলে তিনি একা কিছু করতে পারবে না। আমরা সবাই সচেতন হবো।’

করোনাভাইরাস ভয় পাওয়া মাহিয়া মাহি স্বেচ্ছাগৃহবন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর