Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে ‘আমার দেশ, আমার গর্ব’


২৪ মার্চ ২০২০ ১৯:৫১

২৬ শে মার্চ। আমাদের মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ পর্ব। ‘আমার দেশ, আমার গর্ব’ শিরোনামের বিশেষ এই পর্বটির মূল উপজীব্য দেশপ্রেম- এ দেশের ঐতিহ্য, শিল্প আর সাহিত্য। আর অবশ্যই তা শিশুদের উপযোগি করে।

পর্বটি প্রচারিত হবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও দুরন্ত টিভিতে।

স্বাধীনতা দিবসের বিশেষ এই পর্বটি সাজানো হয়েছে টুকটুকির বন্ধু আশীষের সঙ্গে টুকটুকির স্মৃতিসৌধ ভ্রমণ নিয়ে। যেখানে টুকটুকি জানতে পারে স্মৃতিসৌধ সম্পর্কে অজানা অনেক গল্প। এছাড়াও থাকছে বাংলাদেশের বরেণ্য কবি এবং চিত্রশিল্পীদের নিয়ে মজার মজার সেগমেন্ট।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩-৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাকশৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরো সম্পন্ন, আরো সবল এবং আরো সদয়।

সিসিমপুরের ১২তম সিজন দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতিদিন দুপুর ১২:৩০ ও বিকাল ৫:৩০ মিনিটে। এছাড়া প্রতি শুক্র, শনি, মঙ্গল আর বৃহস্পতিবার সিসিমপুর প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে।

আমার গর্ব আমার দেশ বিশেষ পর্ব সিসিমপুর স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর