চলে গেলেন ‘রে’স ল্যান্সম্যান
২৫ মার্চ ২০২০ ১৬:৩৬
উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সাথে দীর্ঘদিন কাজ করেছেন আলোকচিত্রী নিমাই ঘোষ। তাকে বলা হতো ‘রে’স ল্যান্সম্যান। সে নিমাই ঘোষ ৮৬ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে মারা যান। গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন।
দু দশকের বেশি সময় ধরে তিনি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রে আলোকচিত্রী হিসাবে অসামান্য কাজের নজির রেখেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ ‘মানিক দা: মেমোয়ার্স অব সত্যজিৎ রে’।
১৯৩৪ সালে নিমাই ঘোষের জন্ম। সত্যজিৎ রায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নিমাই ঘোষ স্থিরচিত্রী হিসেবে কাজ শুরু করেন গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে। এরপর ১৯৬৯ থেকে দীর্ঘ প্রায় দু’দশক স্থিরচিত্রী হিসেবে তার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে আগন্তুক চলচ্চিত্রেও তিনি স্থিরচিত্র সংগ্রাহক ছিলেন।
২০০৭ সালে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির জুরি সদস্যও ছিলেন তিনি। ২০১০ সালে তাঁকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘ ২৫ বছরের চিত্রগ্রাহক জীবনে নিমাই ঘোষ ৯০ হাজারের বেশী ছবি তুলেছেন।