Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরার মৃত্যু


৩০ মার্চ ২০২০ ১১:০৪ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রোববার (২৯ মার্চ) টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৌতুক অভিনেতা কেন শিমুরা করোনাভাইরাসে মারা যাওয়া জাপানের প্রথম সেলিব্রেটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে মার্চের ১৯ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষের হৃদয় জয় করেছেন।

বিজ্ঞাপন

বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলোও ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের দর্শকদের কাছে কেন শিমুরা ‘কাইশ্যা’ নামে পরিচিত।

করোনাভাইরাস কাইশ্যা কোভিড-১৯ কৌতুক অভিনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর