সাধারণ মানুষের পাশে গ্রাম থিয়েটার
৩০ মার্চ ২০২০ ১৯:৪৪
করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষিত ১০ দিনের ছুটিতে পুরো দেশ কার্যত লকডাউন। যার কারণে এদেশের নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপদে। না আছে তাদের আয়-রোজগার, না আছে বিকল্প কোন ব্যবস্থা। তাদেরকে এ দুর্বস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ গ্রাম থিয়েটার। ঢাকা, বগুড়া, ঝিনাইদহ ও গাইবান্ধাসহ বেশ কিছু জেলায় এ সহায়তা দেওয়া হয়েছে।
গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিনইউসুফ বলেন, করোনার কারণে সবচেয়ে বিপদে আছে নিম্নবিত্ত মানুষ। কারণ এই অবরুদ্ধ সময়ে তাদের উপার্জনের কোনো পথ নেই। আপদকালীন এই সময়ে গ্রাম থিয়েটারের পক্ষ থেকে সাধ্য মত ত্রাণ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ পুরো ঢাকা জেলাতেই যৎসামান্য সাহায্য নিয়ে আমরা নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বগুড়া, ঝিনাইদহ, গাইবান্ধাসহ দেশের আরো কয়েকটি স্থানে খাদ্য ও অন্যান্য নিত্যব্যবহার্য্য দ্রব্য বিতরণ করছি।