Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের অফিস কোয়ারেনটাইন সেন্টারে জন্য দান


৪ এপ্রিল ২০২০ ১৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার (৪ এপ্রিল) করোনাভাইরাস তহবিলে বিপুল পরিমাণ অনুদানের কথা ঘোষণা করেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার নিজের ব্যক্তিগত অফিসকে জনসাধারণের জন্য কোয়ারেনটাইন সেন্টার ঘোষণা করে আবারও মানবিকতার নজির গড়লেন তিনি।

শনিবার সকালে মুম্বাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি টুইট করা হয় । সেই টুইটে শাহরুখ এবং তার স্ত্রীকে এই চরম দুঃসময়ে মানুষের পাশে এই ভাবে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘শাহরুখ এবং গৌরী খান তাদের ব্যক্তিগত চার তলা অফিসটি শিশু, মহিলা এবং  বয়স্কদের কোয়ারেনটাইন সেন্টার হিসেবে দান করার মতো যে পদক্ষেপ নিলেন তা নিঃসন্দেহে  সুচিন্তার প্রতিফলন।’

বিজ্ঞাপন

সালমান-অক্ষয়-আয়ুষ্মানসহ তাবড় বলিস্টারেরা করোনা মোকাবিলায় অর্থদান করলেও শাহরুখ কেন কানাকড়িও খরচ করছেন না, তা নিয়ে কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য উড়ে আসছিল। যাবতীয় সমালোচনা, ট্রোলিংকে কার্যত চুপ করিয়ে দিয়ে শুক্রবার(৪ এপ্রিল) শাহরুখ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ভাবে জানান,  কোন কোন জায়গায় কী কী দান করেছে তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট, তার আইপিএল দল নাইট রাইডার্স এবং এনজিও মীর ফাউন্ডেশন।

করোনাভাইরাস কোয়ারেনটাইন সেন্টার শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর