শেষ হচ্ছে বিউটি সার্কাস
১ মার্চ ২০১৮ ১২:১৮ | আপডেট: ১ মার্চ ২০১৮ ১৩:২২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।
এক মৌসুম বিরতি শেষে আবার শুরু হলো চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। গত বসন্তে শেষবার শুটিং হয়েছিলো ছবিটির। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায় পুনরায় শুরু হয়েছে সিনেমার শেষ ধাপের দৃশ্যধারণ।
শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া আহসান। সেখানেই টানা ১৫ দিন চলবে ছবির দৃশ্যধারণ। পরিচালক মাহমুদ দিদার আশা করছেন এবার শেষ হবে সিনেমার শুটিং। তিনি বলেন, ‘এবার টানা শুটিং করতে পারলে আমাদের পুরো কাজ শেষ হবে। যদিও তিন দিনের প্যাচ ওয়ার্ক বাকি থাকবে।’
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নওগাঁর সাপাহার গ্রামে শুরু হয় সিনেমার শুটিং। কিছুটা মন্থর গতিতে এগিয়েছে সিনেমার কাজ। কারণ হিসেবে পরিচালক জানিয়েছেন অর্থ সংকটের কথা।
সংকট এখনো আছে। তবুও সাহস করে শুটিংয়ে নেমেছেন মাহমুদ দিদার। আশা করছেন শেষ করে ফেলতে পারবেন তার প্রথম সিনেমার কাজ। বাংলাদেশের সার্কাস শিল্প ও এক নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’।
জয়া আহসান ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েতসহ আরো অনেকে। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী ইমপ্রেস টেলিফিল্ম।
সারাবাংলা/পিএ/পিএম