গান-কবিতা-নাচের নান্দনিক সন্ধ্যা
১ মার্চ ২০১৮ ১৩:২০
স্টাফ করেসপন্ডেন্ট ।।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে হয়ে গেল আবৃত্তি ও সংগীতসন্ধ্যা ‘বসন্তে ভালোবাসা’। ২৮ ফেব্রুয়ারি ছায়ানটের মূল অডিটরিয়ামে আয়েজিত এই অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন বাংলাদেশের কন্ঠশিল্পী স্বপ্নীল সজীব ও ভারতের আবৃত্তিশিল্পী শোভনসুন্দর বসু।
অনুষ্ঠানে গায়ক স্বপ্নীল সজীব বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এছাড়াও দুটি ফোক সঙ্গীতও গেয়ে শোনান এই গায়ক। এ সময় রবীন্দ্র-নজরুলসহ তাদের সমসাময়িক কবিদের বেশ কয়েকটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন পশ্চিমবাংলার শোভনসুন্দর বসু। দুজনের গান ও কবিতার তালে নৃত্য পরিবেশন করেন আবু নায়েম ও স্বপ্নীল তাজরিয়ান ইচ্ছা।
স্বপ্নীল সজীব বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল গায়ক। রেজওয়ানা চৌধুরী বন্যার এই শিষ্য সুন্দর গায়কীর জন্য ইতিমধ্যেই দেশে বিদেশে দারুণ সুনাম কুড়িয়েছেন। অপর দিকে শোভনসুন্দর বসুও কবিতা আবৃত্তিকার হিসেবে পশ্চিমবঙ্গে বেশ পরিচিত নাম।
সারাবাংলা/টিএস/পিএম