Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানই যখন দুর্গত মানুষের পথ্য


১১ এপ্রিল ২০২০ ২২:৩৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ২১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান-কথায় দুর্যোগে আক্রান্ত মানুষের মনে স্বস্তি ছড়িয়ে শেষ হলো গানবাংলা টেলিভিশনের ‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’। ২৬ মার্চ থেকে শুরু হয়ে টানা ১৬ দিন দেশ-বিদেশের জনপ্রিয় ১৩০ জন তারকার অংশগ্রহণে বর্ণাঢ্য এ আয়োজনটি শেষ হলো গত ১০ এপ্রিল।

গানে গানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের ‘মিউজিক ফর পিস’ স্লোগানটি ইতিমধ্যেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি; ক্রমান্বয়ে এটি হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের একত্রিত হওয়ার প্লাটফর্ম। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশও যখন আক্রান্ত তখনই সক্রিয় হয় ‘মিউজিক ফর পিস’।

বিজ্ঞাপন

ইউএনডিপির ‘স্টে হোম চ্যালেঞ্জ’-এর পাশে দাঁড়িয়ে গানবাংলা টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিউজিক ফর পিস’ শীর্ষক অভিনব লাইভ অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিদিন রাত ৯টা থেকে দু ঘন্টার এ আয়োজনে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গান শোনা ছাড়াও প্রিয় তারকার মুখে শ্রোতারা জানতে পেরেছেন সচেতনতার নানা বার্তা। অনুষ্ঠানটির সহ আয়োজক দেশের অন্যতম বৃহৎ টেলি অপারেটর কোম্পানি রবি’র সহযোগিতায় প্রতিদিন প্রায় পৌনে দুইকোটি মানুষের কাছে পৌঁছেছে সরাসরি এ আয়োজন।

সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশ ও দেশের বাইরের এক ঝাঁক তারকা। ঘরে বসেই খালি গলায় গান গেয়ে শ্রোতাদের মাতিয়েছেন তারা। যেন এক হোম কনসার্ট।

কৌশিক হোসেন তাপসের সঞ্চালনায় কথা ও গানে পারফর্ম করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ইন্দ্রদ্বীপ দাস গুপ্ত, শিল্পী নন্দিনী দেব, পাকিস্তানি শিল্পী মিকাল হাসান, ফারহিন রাজাসহ দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, মেহরিন, বালাম, হৃদয় খান, ইমরান, অদিত, আরেফিন রুমি, তন্ময় তানসেন, মিজান, জন কবির, পিন্টু ঘোষ, মিলা, কনা, তাশফি, জেফার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী ও ‘রবি আজিয়াটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

আয়োজনটি প্রসঙ্গে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘সংগীত মানুষকে সুস্থ করার সেই পন্থা যা অন্য কোন ঔষধের পক্ষে সম্ভব নয়। এমন শক্তিকে সাথে নিয়েই এ দুর্যোগে মানুষের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের মানসিক প্রশান্তির উপলক্ষ্য হয়ে উঠতে চেয়েছি। আয়োজনটি সফল করতে দেশিয় ও আন্তর্জাতিক শিল্পীসহ আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’

গান বাংলা মিউজিক ফর পিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর