Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আবারও লিয়াকত আলী লাকী


১৩ এপ্রিল ২০২০ ১৯:৫৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আগামী তিন বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২০১১ সালের ১০ এপ্রিল থেকে লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ বছরের ১০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হলে আজ মন্ত্রণালয় থেকে সেই চুক্তি পুনরায় নবায়ন করা হয়।

বিজ্ঞাপন

নাট্যজন লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ সাদেক আলী এবং মাতা মাজেদা আলী। লাকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা অর্জন করেন। পাশাপাশি জাপান দূতাবাস থেকে এক বছরের জাপানি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন।

সঙ্গীতের প্রতি অনুরাগ থেকে তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে ৫ বছরের সার্টিফিকেট কোর্সও করেছেন।

নাট্যকলায় অবদানের জন্য লিয়াকত আলী লাকী ২০১৯ সালে একুশে পদক লাভ করেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর