ভেঙ্গে ফেলা হবে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র দামী সেট
১৭ এপ্রিল ২০২০ ২০:১০
সঞ্জয় লীলা বানশালী মানে বলিউড বিশাল আয়োজন, বিশাল সেট ও বড় বাজেটের ছবি। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য বানিয়েছিলেন বিশাল সেট। যার জন্য খরচ করতে হয়েছিলো ছয় কোটি টাকা। কিন্তু প্রযোজকের সে টাকা জলে যেতে চলেছে। করোনাভাইরাসের কারণে ভারত জুড়ে চলমান লকডাউনের ফলে বন্ধ রয়েছে সকল প্রকার সিনেমা শুটিং। দীর্ঘদিন বন্ধের ক্ষতি থেকে বাঁচতে সিনেমার সেটটি ভেঙ্গে ফেলার চিন্তাভাবনা করছেন সঞ্জয় লীলা বানশালী।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত হচ্ছে ছবিটি। বানশালীর বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘বানশালী ও আলিয়া ভাট চিন্তা করেছিলেন চলমান সংকট কিছু সময় পরেই কেটে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক নির্মাতা তো মনে করছেন ২০২১ সালের আগে কোন ছবি শুটিং সেটে গড়াতে পারবে না।’
এছাড়া কয়দিন পরে আসছে বর্ষাকাল। এত সময় ধরে সেট ধরে রাখাও কষ্টসাধ্য। বানশালীর সেটটি বলিউডের ইতিহাসের অন্যতম দামী শুটিং সেট। সবমিলিয়ে এত দিন ফেলে রেখে ভাড়া গুণাও ঝামেলা। তাই চিন্তা করা হচ্ছে এত অনিশ্চিয়তার মধ্যে না থেকে সেটটি ভেঙ্গে ফেলার।