স্থবির সময়ে আনন্দ ছড়িয়ে দিতে ‘অন্তর কথা’র আয়োজন
১৭ এপ্রিল ২০২০ ২১:১৯
শিল্প ও সংস্কৃতির সকল ক্ষেত্রে কাজ করে থাকে সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র ‘অন্তর কথা’। বর্তমান করোনাকালের এই মুহুর্তে মানুষের অবসাদ জীবনে একটু ভিন্নতা তারা আনতে ধারাবাহিকভাবে আয়োজন করতে যাচ্ছে বৈশাখী ফেসবুক লাইভ অনুষ্ঠানমালা।
শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই আয়োজন সম্পর্কে ‘অন্তর কথা’র প্রতিষ্ঠাতা ও আহবায়ক রহিম সুমন জানালেন, ‘মানুষের সকল কিছু স্থবির হয়ে আছে, মানুষ ঘরবন্দী, শিশুদের মাঝেও একঘেয়েমি। তাই তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এই বৈশাখী ফেসবুক লাইভ। এই অনুষ্ঠান মালা ধারাবাহিকভাবে থাকছে গান, আবৃত্তি, নাচ, আড্ডা, পাপেট, অভিনয় ও চিংত্রাকন। ইতিমধ্যে ফেসবুক লাইভে অংশগ্রহন করতে আমাদের কিছু বন্ধুরা এগিয়ে এসেছে’।
রহিম সুমন আরো বললেন, ‘বৈশাখের সকল আড্ডা হোক আমাদের ঘরে বসে। ঘরে থাকুন, করোনা থেকে দূরে থাকুন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন। আসুন নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাড়াই’।