করোনায় আগেভাগেই বছর শেষ টেইলর সুইফটের
১৯ এপ্রিল ২০২০ ০৭:৩২
২০২০ সাল অর্ধেকও শেষ হয়নি এখনও। তবে এরইমধ্যে টেইলর সুইফটের বছর শেষ। কারণটা করোনাভাইরাস। ভাইরাসটির প্রাদুর্ভাবে সারা বিশ্ব এমনিতেই স্থবির। এমন পরিস্থিতিতে পুরো বছরের সব কনসার্ট বাতিল করে দিলেন গ্র্যামি এ্যাওয়ার্ড জয়ী মার্কিন এই সঙ্গীত শিল্পী।
এক টুইট বার্তায় টেইলর সুইফট জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর সব লাইভ কনসার্ট বাতিল করার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টুইটারে টেইলর সুইফট লিখেন, আমি খুবই দুঃখিত, এ বছর আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না। তবে আমি জানি এটাই সঠিক সিদ্ধান্ত।
I'm so sad I won't be able to see you guys in concert this year, but I know this is the right decision. Please, please stay healthy and safe. I’ll see you on stage as soon as I can but right now what’s important is committing to this quarantine, for the sake of all of us. pic.twitter.com/qeiMk2Tgon
— Taylor Swift (@taylorswift13) April 17, 2020
টুইটারে সুইফট তার ভক্তদের উদ্দেশে আরও লিখেন, দয়াকরে স্বাস্থ্য ঠিক রাখুন ও নিরাপদ থাকুন। যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে স্টেজে দেখা হবে, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোয়ারেনটাইনের নিয়মগুলো পালন করা যা আমাদের সবার জন্যই মঙ্গল।
টুইটারে জুড়ে দেওয়া এক বিবৃতি থেকে জানা যায়, টেইলর সুইফটের আগে থেকে নির্ধারিত কনসার্টগুলো অনুষ্ঠিত হবে ২০২১ সালে। ইতিমধ্যে এসব কনসার্টের জন্য যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের দেওয়া হবে নতুন টিকিট। আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোর জন্য রিফান্ড প্রক্রিয়াও চালু হবে।