এই অচলাবস্থা কাটিয়ে নতুন এক সূর্যোদয়ে শামিল হতে পারব
১৯ এপ্রিল ২০২০ ১৫:১৩
করোনায় সারা বিশ্ব বিপর্যস্ত। বিপর্যয়ের পথে বাংলাদেশও। যখন সারা বিশ্ব সেরে উঠবে বলে কোয়ারেন্টাইন পর্ব সফলভাবে সম্পন্ন করে সামনের দিকে চেয়ে আছে, আমরা তখন এক জানাজায় লক্ষ লোকের সমাগম করছি, নিজেদের বেতন ভাতার জন্য গার্মেন্টস কর্মীদের আন্দোলন দেখছি। বারান্দায় দাঁড়ালে দেখতে পাচ্ছি মহল্লার ছেলেরা গলাগলি ধরে আড্ডা দিচ্ছে। শুনেছি প্রতি শতাব্দীতে পৃথিবী একবার করে রিস্টার্ট নেয়, আর লক্ষ লক্ষ লোক মারা যায়। সেই রিস্টার্টের জায়গায় পড়ে গেছি এই সময়ে আমরাও। তাই প্রাণ বাঁচাতে প্রয়োজন ছিল নিজেদের সামলে রাখা৷ সারা বিশ্ব মানলেও আমরা মানছি না। এতদিন কোয়ারেন্টাইনে অভ্যস্ত হতে গিয়ে আজ এসে সব আশা পরিণত হলো দুরাশায়।
আরও বেশ কিছু সময় আমাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। ঘরে বসে বাইরের যত কাজ তা করে নিতে হবে, করতে শিখতে হবে। আমরা শুরুতে বিরক্ত হলেও এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের শিল্পীরা ঘরে বসেই বিভিন্ন জনের ভয়েস সংগ্রহ করে কম্বাইন্ড গান তৈরি করছে, অভিনেতারা ঘরে বসেই তৈরি করছে শর্ট ফিল্ম, সচেতনতার নাটক। ডাক্তারদের অনেকেই নিজেদের ফোন নম্বর শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেন যে কেউ অসুস্থ হলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর অন্যান্য পেশার মানুষেরাও অফিসের সাথে যোগাযোগ রাখছে সাধ্যমতো। অনেকটা কষ্টে পড়ে গেছেন৷ তাদের কাছে ত্রাণ বা অন্যান্য সহযোগিতা কোথাও পৌঁছে যাচ্ছে, কোথাও অনিয়মে আটকে যাচ্ছে। তবে প্রশাসনকে এবার নজিরবিহীন তৎপর দেখা যাচ্ছে। অন্যায় মাত্রই ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো ভূমিকা রাখছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডাক্তার আর সাংবাদিকগণ। তারা চ্যালেঞ্জ নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন।
এ তো গেলো সার্বিক অবস্থা, কিন্তু এর ভেতরে খুব দুঃখজনক দৃশ্য হচ্ছে নিজেদের বিপদ ডেকে আনছে সবাই নিজেরাই। সামাজিক দূরত্বের যে দিকনির্দেশনা আছে তা মানাতে কষ্ট হচ্ছে। অথচ কথা ছিল আমরা নিজেদের সুরক্ষা করব নিজেরাই।
এত হতাশার ভেতরেও আশার কথা হচ্ছে, একটা বড় অংশই ঘর থেকে বের হচ্ছে না৷ ঘরেই নামাজ পড়ছে৷ খাওয়াদাওয়ার রুটিনে পরিবর্তন এনেছে। অকারণ কেউই বাইরে যাচ্ছে না। মূল ঝড়টা শুরু হয়েছে মাত্র, এখান থেকে রক্ষা পেতে হলে আরও কিছুদিন এভাবে থাকতে হবে। নির্দেশনা মেনে চললে আমরা হয়তো এই অচলাবস্থা কাটিয়ে নতুন এক সূর্যোদয়ে শামিল হতে পারব।
লুৎফর হাসান – সংগীত শিল্পী ও লেখক