বলিউড সুপারস্টার সালমান খান এ করোনাকালে সিনেমা ইন্ডাস্ট্রির ২৫ হাজার মানুষের দায়িত্ব নিয়ে বাহবা কুড়িয়েছেন। প্রমাণ করেছেন তিনি ইন্ডাস্ট্রির একজন সত্যিকারের ‘ভাই’। ‘ভাইজান’র ভক্তরা এতদিন তাকে পেতো সোশ্যাল মিডিয়ায়। এবার থেকে তাকে পাবেন ইউটিউবেও।
আগামীকাল (২০ এপ্রিল) সালমান খান তার ইউটিউব চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন। এর আগে তিনি নিজের কণ্ঠে গাওয়া ‘পেয়ার করোনা’ গানের একটি টিজার ছেড়েছেন তার ইনস্টাগ্রামে। তিনি গানটির গীতিকারদের মধ্যে একজন। মূল লেখক বলিউড ইন্ডাস্ট্রির সেরা গীতিকারদের একজন হোসেন দালাল।
‘পেয়ার করোনা’র সুর করেছেন সালমান খানের অন্যতম প্রিয় সুরকার সাজিদ ওয়াজিদ। সালমান নিজে খবরটি জানিয়ে তার ভক্তদের উদ্দেশ্যে লিখেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি আগামীকাল আমার ইউটিউব চ্যানেলে আসছে পেয়ার করো না। আশা করছি তোমরা এটি পছন্দ করবে।’
https://www.instagram.com/p/B_JyTOKFN8p/?utm_source=ig_web_button_share_sheet
সালমান খানের ইউটিউব চ্যানেলের নাম ‘বিয়িং সালমান খান’।
করোনা ভাইরাসের মহামারী শেষ হলে সালমান অভিনীত ‘রাধে’ এবং ‘কাবি ঈদ কাবি দিওয়ালি’ মুক্তি পাবে।