Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা তহবিলের জন্য অনলাইন কনসার্ট থেকে এলো ১৩ কোটি ডলার


১৯ এপ্রিল ২০২০ ১৮:৫৪

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) জন্য তহবিল গঠনে তারকা সংগীত শিল্পীরা নিয়েছেন অনলাইন কনসার্টের উদ্যোগ। আর এতে বড় অংকের অর্থও আয় হয়েছে। সেলিব্রেটি শিল্পীদের এ ভার্চুয়াল কনসার্ট থেকে সংগ্রহ প্রায় ১৩ কোটি মার্কিন ডলার।

লেডি গাগা, স্টিভ ওন্ডার, রোলিং স্টোনসদের মত বিখ্যাতরা ৮ ঘণ্টাব্যাপী এই অনলাইন কনসার্টে সংগীত পরিবেশন করেন। এতে জমে ওঠে শো। আর কোভিড-১৯ চিকিৎসার তহবিলও বড় হতে থাকে। এই অনলাইন শো’য়ের নাম দেওয়া হয় ‘ওয়ান ওয়ার্ল্ড, টুগেদার অ্যাট হোম’।

বিজ্ঞাপন

এ ভার্চুয়াল কনসার্টের আয়োজন করেছে গ্লোবাল সিটিজেন নামক একটি প্রতিষ্ঠান। রোববার (১৯ এপ্রিল) তারাই জানালো, ভার্চুয়াল কনসার্ট থেকে আয়ের অংক কম নয়, প্রায় ১৩ কোটি ডলার। এ অর্থ যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে।

গ্লোবাল সিটিজেনের টুইটটি রিটুইট করে লেডি গাগা জানিয়েছেন, এই প্রকল্পের সঙ্গে জড়িত হতে পেরে খুশি তিনি।

৮ ঘণ্টাব্যাপী কনসার্টটি দুই ভাগে অনুষ্ঠিত হয়। প্রাক-আয়োজন চলে টানা ৬ ঘণ্টা ও মূল কনসার্ট চলে ২ ঘণ্টা।

আয়োজনের শুরুতে স্ক্রিনে ভেসে ওঠে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ বার্তা। এতে লেখা থাকে, ‘প্রত্যেক সম্মুখযোদ্ধাদের প্রতি-আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের জন্য ওখানে থাকার জন্য ধন্যবাদ।

করোনাভাইরাস গ্লোবাল কনসার্ট টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর