শওকত আলী ইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার। দীর্ঘ ক্যারিয়ারে অন্যের সুরে গান করা বা গাওয়ার রেকর্ড নেই। তবে প্রথমবারের মতো অন্যের সুর ও সংগীতে গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় এ সঙ্গীত পরিচালক।
‘কফির পেয়াল’ শিরোনামের গানটি মঙ্গলবার (২১ এপ্রিল) ইউটিউবে উন্মুক্ত হয়েছে। আশিক মাহমুদের কথায় প্রেমময় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
শওকত আলী ইমন বলেন, “আমি গাওয়ার চেয়ে গাওয়াতে বেশি পছন্দ করি। কারণ, কণ্ঠশিল্পী হওয়ার চিন্তা মাথায় ছিল না কখনোই। আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ক’দিন আগে আমার স্নেহভাজন আকাশ খুব করে ধরলো ওর সুরে একটা গান গেয়ে দিতে।”
তিনি আরও বলেন, ‘ভাবলাম হোম কোয়ারেন্টিনে আছি। হাতেও কাজের চাপ কম। গানটাও শুনে দেখলাম খুব সুন্দর। গেয়ে ফেললাম। গাওয়ার পর মনে হলো, প্রথম কোনো সিঙ্গেলস অন্যের সুরে গাইলাম! করোনাকাল না এলে, এটাও হয়তো মিস করতাম।’