ছায়ানটে ধ্রুপদী সংগীত সন্ধ্যা
৯ ডিসেম্বর ২০১৭ ১৪:১২
বিনোদন প্রতিবেদক
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যা। আয়োজনে ধ্রুপদি সংগীত পরিবেশনা করেন ভারতীয় শিল্পী মেঘদ্বীপা গঙ্গোপাধ্যায়।
রাগ মারু বেহাগ, রাগ রাগেশ্রী, ঠুমরির পরিবেশনায় তন্ময় হয়ে ছিলেন মিলনায়তনের শ্রোতারা। কলকাতার মেয়ে মেঘদ্বীপা গঙ্গোপাধ্যায় ছিলেন কোক স্টুডিওর সিজন টু তে। সান্তনু মৈত্রের সুরে কৌশিকী গাঙ্গুলির গানে ব্যাক ভোকালিস্ট হিসেবে গেয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানটে আয়োজিত অনুষ্ঠানে মেঘদ্বীপা গঙ্গোপাধ্যায়ের সাথে সঙ্গত করেছেন তবলায় সোমনাথ ব্যানার্জি, হারমোনিয়ামে টিংকু শীল এবং তানপুরায় দেবজানি দাস। সুরের মূর্ছনায় শ্রোতাদের বিমোহিত করেন শিল্পীরা। অনুষ্ঠান চলে রাত নয়টা পর্যন্ত।
সারাবাংলা/পিএ/পিএম
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছায়ানট মেঘদ্বীপা গঙ্গোপাধ্যায়