শুক্রবার (৮ মে) ২৫শে বৈশাখ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। কোভিড-১৯’র ভয়াল থাবায় থেমে গেছে এই বিশেষ দিনটির বর্ণাঢ্য আয়োজন। তারপরও থেমে নেই বাঙালী। প্রিয় কবিকে, প্রাণের মানুষটিকে স্মরণ করার মাধ্যম হিসেবে বেছে নেয়া হয়েছে ভার্চুয়াল মিডিয়াকে।
এমনই একটি আয়োজন আবৃত্তি সংগঠন ‘হরবোলা’র ‘রুদ্ধদিনে রবীন্দ্রনাথ’। বিশ্বব্যাপী মহামারী-দুর্যোগের এ অবরুদ্ধ সময়ে ফেসবুক লাইভের মাধ্যমে সম্প্রচারিত হবে বাঙালির প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদিত এ আয়োজন।
জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ
২৫শে বৈশাখে সূচিত এ অনুষ্ঠানমালা চলবে তিনদিনব্যাপী। প্রতিদিন সকাল ১০টা, রাত ৯টা এবং রাত ১১টায় মোট তিনটি করে অনুষ্ঠিত হবে একঘণ্টা ব্যাপ্তিকালের এই আসর। যার প্রতিটি পর্ব সাজানো হয়েছে আবৃত্তি ও সংগীতের একক পরিবেশনা এবং প্রাসঙ্গিক আলাপচারিতার সমন্বয়ে। আর এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত ও ত্রিপুরার নন্দিত আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পীরা।
শারমিন লাকী ও জাকির হোসেন তপন
শুক্রবার (৮ মে) অনুষ্ঠানের প্রথম দিন আবৃত্তি পরিবেশন করবেন সকাল ১০টায় বরেণ্য শিল্পী ডালিয়া আহমেদ এবং রাত ৯টায় আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। রাত ১১টায় রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী জাকির হোসেন তপন।
নন্দিনী লাহা সোম ও অরুময় বন্দ্যোপাধ্যায়
শনিবার (৯ই মে) দ্বিতীয় দিনে আবৃত্তি শোনাবেন সকাল ১০টায় ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী নন্দিনী লাহা সোম এবং রাত ৯টায় পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী অরুময় বন্দ্যোপাধ্যায়। রাত ১১টায় রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী তানজীনা তমা।
পূর্ণি বসু ও তানজীনা তমা
রোববার (১০ মে) আয়োজনের শেষদিনে সকাল ১০টায় আবৃত্তি শোনাবেন শিল্পী সৈয়দ ফয়সল আহমদ, রাত ৯টায় রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন ভারতের ত্রিপুরার শিল্পী পূর্ণি বসু এবং সবশেষে রাত ১১টায় রবীন্দ্রসাহিত্য থেকে পাঠ ও আবৃত্তি শোনাবেন বাচিকশিল্পী শারমিন লাকী।
পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে ‘হরবোলা’র ফেসবুক পেইজ- Harbola’য়।