Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানওয়ালা’র রবীন্দ্রজয়ন্তী


৮ মে ২০২০ ১২:১২

গৃহবন্দি জীবনে হাপিয়ে উঠা মানুষে জন্য একটু আনন্দ আয়োজনের চেস্টা করে যাছে গানওয়ালা। ইতিমধ্যেই সফল পাঁচটি পর্ব সরাসরি ফেসবুকে লাইভে সম্প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর আয়োজন।

এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর, স্বপ্নীল সজীব ও কলকাতার সারেগামাপা’র শিল্পী মনস্বিতা ঠাকুর। কবিতা পাঠ করবেন সামিউল ইসলাম পোলাক এবং এই প্রথম ফেসবুক লাইভে সরাসরি নৃত্য পরিবেশন করবেন মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশী আশা হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সুমন সাহা।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১১ টায় গানওয়ালা’র ফেসবুক পেজ (facebook.com/gaanwala.m)-এ সম্প্রচারিত হবে রবীন্দ্রজয়ন্তীর এ আয়োজন।

গানওয়ালা দেবলীনা সুর পঁচিশে বৈশাখ সামিউল ইসলাম পোলাক স্বপ্নীল সজীব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর