Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের জন্য কনসার্ট


৩ মার্চ ২০১৮ ১৭:১৭ | আপডেট: ৩ মার্চ ২০১৮ ১৭:৪৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অাগামী ৮ মার্চ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক কনসার্টের। ‘কনসার্ট ফর উইমেন’ শিরোনামের আয়োজনের বিশেষত্ব হলো, এতে দর্শক হিসেবে শুধু নারীরাই থাকবেন। আয়োজনটি করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

এ অনুষ্ঠানে ‘আইকন লেডি’ হিসেবে অংশগ্রহণ করবেন অভিনেত্রী পূর্ণিমা। অনুষ্ঠানে গান গাইবেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার, বন্দনা। প্রধান অতিথি হিসেবে থাকবেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।

‘কনসার্ট ফর উইমেন’-এ কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি বয়সী মেয়েরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। ৮ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কনসার্ট। সকল শ্রেণীর নারীরা এতে উপস্থিত থাকতে পারবেন।

সারাবাংলা/টিএস 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর