মায়েদের গল্প ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’
১০ মে ২০২০ ১৬:৩১
রবিবার (১০ মে) পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে শাহাদাত রাসএলের কোয়ারেন্টিন চলচ্চিত্র ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’। মায়েদের একাকীত্ব ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিকে একই সুঁতোয় গেঁথে গল্প বলা হয়েছে স্বল্পদৈর্ঘ্যটিতে।
‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ চলচ্চিত্রটি দেখা যাচ্ছে বোহেমিয়ান ব্রাদার স্টুডিও’র এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। ৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি ওয়ান টেকে শুট করা বলে জানালেন পরিচালক রাসএল।
রাসএল বলেন, ‘এ চলচ্চিত্রের শব্দ, সম্পাদনাসহ সব কাজই আমরা করেছি টিম মেম্বারদের সাথে মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে। সবদিক মিলিয়ে ভীষণ চ্যালেঞ্জিং ছিলো কাজটি। ’
‘ইনভিজিবল কোয়ারেন্টিন’-এ অভিনয় করেছেন জেবুন্নেসা টুনটুনি। চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শিল্পী নির্ঝর চৌধুরী।
https://youtu.be/CaHFUeaR3wc