Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে মম-অপূর্ব জুটির ‘বৃষ্টি ধারা’


১৩ মে ২০২০ ১৭:২৬

এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব ও জাকিয়া বারী মম। তারা দুজন জুটিবদ্ধ হয়ে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তাদের দুজনকে এবারের ঈদের নাটক ‘বৃষ্টি ধারা’-তে পাওয়া যাবে। পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ।

নতুন নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, এর আগেও আসাদের নির্দেশনায় আমি দুটি নাটকে অভিনয় করেছি। নাটক নির্মাণের ক্ষেত্রে তার আন্তরিকতার কোনো কমতি থাকে না। এ নাটকটির ক্ষেত্রেও তাই ছিল। আশা করছি ভালো লাগবে দর্শকের।

বিজ্ঞাপন

অন্যদিক মম বলেন, আমিও আশা করছি দর্শকের কাছে নাটকটি উপভোগ্য হবে।

এবারের ঈদে চলমান সাধারণ ছুটির কারণে বিপাকে পড়েছেন নির্মাতা ও কুশলীরা। তবে আসাদুজ্জামা জানান, লকডাউন শুরুর আগেই নাটকটির শুটিং করেছিলেন।

ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে ‘বৃষ্টি ধারা’। নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে। আর মমর চরিত্রের নাম বৃষ্টি।

এর আগে অপূর্বকে নিয়ে আসাদুজ্জামান আসাদ ‘নাটকীয় প্রেম’ ও ‘আফটার ম্যারেজ’ নামে দুটি নাটক নির্মাণ করেন। ‘বৃষ্টি ধারা’ নির্মাতা-অভিনেতা জুটির তৃতীয় নাটক।

অপূর্ব বৃষ্টি ধারা মম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর