ঈদে শিল্পীদের পাশে সমিতি
১৫ মে ২০২০ ২০:৩০
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঈদ উপলক্ষ্যে তাদের সদস্যদের আর্থিক সহায়তা দিবে। করোনাভাইরাসের কারণে কর্মহীন শিল্পীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সমিতি এ সহায়তা দিবে। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন।
জায়েদ খান বলেন, ‘এমনিতেই আমরা প্রতিবছরের ঈদে ৫০-৬০ জন শিল্পীকে নানাভাবে সাহায্য-সহযোগীতা দিই। এবার একটু বেশি পরিমাণ শিল্পীকে দিতে হবে। কারণ করোনাভাইরাসের কারণে দুই মাসের অধিক সময় ধরে সবাই কর্মহীন।’
জায়েদ জানান, সমিতির পক্ষ থেকে শিল্পীদের বাসায় বাসায় গিয়ে অথবা বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে অস্বচ্ছল শিল্পীদের বাসায় লকডাউনের শুরু থেকেই বিভিন্ন আর্থিক সহায়তা এবং তিনবেলার খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। একই সাথে জরুরি চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।