সীমিত আকারে ধ্রুব মিউজিকের ঈদ আয়োজন
১৭ মে ২০২০ ১৪:১১
করোনাভাইরাসের কারণে স্থবির পুরো পৃথিবী। আবার কদিন পরেই রোজার ঈদ। প্রতি ঈদে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন বেশ বড় আয়োজন রাখে। তবে এবার তারা সীমিত আকারে ঈদ আয়োজন করছে। এমনটাই জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গ্রুহ।
ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) যেসব গান প্রকাশ করছে তার মধ্যে আছে আসিফ আকবরের ‘পিরিত কইরা কান্দি আমি’। ওমর ফারুকের কথায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে তরিক। জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প ও ভিডিও নির্মাণে এই গানে মডেল হিসেবে দেখা যাবে মঈন হাসান ও অনামিক সরকারকে।
ইমরান মাহমুদুল নিয়ে আসবেন ‘হাসবো আবার আমরা’। হাসান মতিউর রহমানের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
কাজী শুভর নতুন গান ‘পোড়াইয়া মারলি আমারে’ থাকছে এই ঈদ আয়োজনে। হানিফ খানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
লুৎফর হাসান ‘তোমার কথায় ধাক্কা লাগে’ নিয়ে হাজির হচ্ছেন এবারের ঈদে। নিজের কথা ও সুরে তিনি কন্ঠে ধারণ করেছেন এই গান। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আল মাসুদ নির্মাণ করেছেন ‘তোমার কথায় ধাক্কা লাগে’ গানের ভিডিও।
অয়ন চাকলাদার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন স্যাড রামান্টিক গান ‘তবুও ভালোবেসে যাবো’। স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন অয়ন নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা । মডেল হিসেব আছেন ইমরান আহমেদ সওদাগর ও আরিয়ানা জামান।
তরুণ শিল্পী শেখ সাদী এবারের ঈদে তার ভক্ত শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘মন’। নিজেই লিখেছেন এই গান । সুর ও সঙ্গীতায়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। ভিডিওতে মডেল হিসেবে শেখ সাদীর সাথে দেখা যাবে মারিয়া নুনিকে।
সাবরিনা বশিরের ‘আমি নিজেরে হারাই’ শিরোনামের গানটিও থাকছে এই আয়োজনে । শাহরিয়ার আলম মার্সেলের সুর ও সঙ্গীতায়োজনে গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানের ভিডিওতে সাবরিনা বশিরের সাথে আছেন রিয়াদ।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় , ১৭মে থেকে ২৬ মে পর্যায়ক্রমে প্রকাশিত হবে ঈদ আয়োজনের এই গানগুলো ।