Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলন-মৌ’র ‘তোর প্রেমে পড়তে চাই’


২০ মে ২০২০ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ঈদ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘তোর প্রেমে পড়তে চাই’। দ্বৈত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন ও তাসলিমা জাহান মৌ।

‘তোর প্রেমে পড়তে চাই’র কথা লিখেছেন আহমেদ রিজভী। অভি আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। সুনামগঞ্জের তাহেরপুর নিলাদ্রির মনোরম লোকেশনে চিত্রায়িত গানটির চিত্রায়ণ করা হয়েছে। গানটির মডেল হয়েছেন মিলন ও মৌ। পরিচালনা করেছেন বিকাশ সাহা।

গানটি নিয়ে মৌ বলেন, ‘করোনা পরিস্থিতির আগেই বেশ ক’টি অডিও গানের কাজ কমপ্লিট ছিল। এর মধ্যে কয়েকটি ভিডিওর কাজও শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি পেছানো হলেও সাউন্ডটেক ঈদ স্পেশাল হিসেবে মুক্তি পাচ্ছে। প্রিয় গীতিকার আহমেদ রিজভীর কথায় প্রথমবারের মতো কাজ করতে পেরে দারুন লেগেছে। মিলন ভাইয়ের সঙ্গেও এটাই প্রথম কাজ। আশা করছি শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’

বিজ্ঞাপন

অন্যদিকে মিলন জানান, ‘আমার বেশ ক’টি সলো ট্র্যাক রেডি আছে। কয়েকটি শিগগিরই বের হওয়ার কথা। আর এই গানটি একটু অন্যরকম হয়েছে। চমৎকার রোমান্টিক ফিলের একটি গান। বাকীটা শ্রোতাদের হাতে।’

গানের ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে মিলন ও মৌকে।

তোর প্রেমে পড়তে চাই মিলন মৌ