Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন-মিনারের ‘তোমার দখলে’


২০ মে ২০২০ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেয়ালে দেয়ালে’, ‘কি করি’, ‘গতকাল’, ‘বাউন্ডুলে’, ‘এতটা ভালবাসি’ প্রভৃতি গানের পর ‘তোমার দখলে’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং গায়ক মিনার রহমান। ঈদ উপলক্ষে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক।

২০ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি বানিয়েছেন শরীফ আল দীন।

রবিউল ইসলাম জীবন বলেন, ‘এক বছর আগে মিনার রহমানের কথা ভেবেই গানটি লিখেছিলাম। রেজওয়ান শেখ মেলোডির ওপর দারুন একটি সুর করেছেন। সংগীতায়োজনও হয়েছে মনে লাগার মত। মিনার রহমান অন্তর থেকে গানটি গেয়েছেন। শুনতে আরাম লাগবে, শান্তি লাগবে।’

বিজ্ঞাপন

গানটির মুখ-

‘আমার আগেই জেনে গেছে সকলে

এ মন চলে গেছে তোমার দখলে

ছুঁয়ে যাচ্ছে রঙিন হাওয়া

মিলে যাচ্ছে চাওয়া পাওয়া

তবে কি পা বাড়ালাম তোমার দলে।’

তোমার দখলে মিনার রবিউল ইসলাম জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর