Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চাঙ্গসংগীত উৎসব, বিস্তারিত রোববার


৯ ডিসেম্বর ২০১৭ ১৬:০৭

বিনোদন প্রতিবেদক

উচ্চাঙ্গসংগীতের সবচেয়ে বড় আসর বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট। গত পাঁচ বছর নিয়মিত নভেম্বর মাসে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়েছে এই আয়োজন। অক্টোবর মাসে ঘোষণা আসে, ভেন্যু সংকটের কারণে হবে না উৎসবের ষষ্ঠতম আসর।

শেষমেশ কেটে যায় সেই আশঙ্কা। নভেম্বরেই বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের জানান আর্মি স্টেডিয়ামে অনুমতি পাওয়া না গেলেও রাজধানীর আবাহনী মাঠে বসবে উচ্চাঙ্গসঙ্গীত উৎসব। পাঁচ দিনের আসর সফল করতে ব্যস্ত আয়োজকরা।

মিডিয়া ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল জানান, ‘আর্মি স্টেডিয়ামের মতো একই পরিমাণ দর্শক ঢুকতে পারবে আবাহনী মাঠে। তাই ধারণ ক্ষমতা নিয়ে সমস্যা হবে না। শিল্পীদের তালিকায় যারা ছিলেন, দর্শক-শ্রোতারা যাদের এতদিন দেখে এসেছেন বা দেখতে চান, তারাই থাকবেন আয়োজনে। এছাড়াও অন্যান্য যেসব সুবিধা দর্শকরা আগে পেয়েছেন, এবারও তার ব্যাতিক্রম হবে না।’

তবে আয়োজনে ঢুকতে সাধারণ দর্শকদের অনলাইনে যে রেজিস্ট্রেশন করতে হয়, তা কবে থেকে শুরু হবে, জানা যায়নি এখনো। রোববার, ১০ ডিসেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। বিস্তারিত জানা যাবে সেখানে।

সারাবাংলা/পিএ/কেবিএন

 

আবুল খায়ের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর