Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উৎসবে ‘উইন্ড অব চেঞ্জ’র নতুন সিজন নিয়ে গানবাংলা


২৪ মে ২০২০ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবারের মতো এবারও ঈদ বিনোদনে ‘উইন্ড অব চেঞ্জ’র নতুন সিজন নিয়ে হাজির হতে যাচ্ছে বেসরকারী টেলিভিশন চ্যানেল গানবাংলা। পাশাপাশি অন্তর্জালে তারকাবহুল ব্যতিক্রম অনুষ্ঠানমালা প্রচার করতে যাচ্ছে দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেলটি।

এবার ‘উইন্ড অব চেঞ্জ’ সিজন-৬ এ প্রকাশিত হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের, পাপন, অদিতি সিং শর্মা এবং বাংলাদেশের ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, শাহজাহান মুন্সী, বালাম, মিজান, তন্ময় তানসেন, লুইপা, পারভেজ, মাহতিম সাকিব এবং প্রয়াত কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর সর্বশেষ রেকর্ড করা একটি গান।

বিজ্ঞাপন

সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে প্রতিবারের মতো এবারও বিশ্বের ২৭ দেশের স্বনামধন্য যন্ত্রশিল্পীরা অংশ নিয়েছেন এ বর্ণাঢ্য আয়োজনে। এর মধ্যে রয়েছেন যুক্তরাস্ট্রের রনথাল বাম্বলফুট, জার্মানির মার্কো মাইনম্যান, ভারতের শিবামনি, স্পেনের ড্যানিয়েল ক্যাসারেস, রোমানিয়ার অ্যামিডিউস ইলেকট্রিক কোয়টের্টসহ আরও অনেকে।

টেলিভিশনে ঈদের তিনদিন প্রতিদিন রাত ৯টায় সম্প্রচারিত হবে উইন্ড অব চেঞ্জ সিজন-৬। এছাড়াও প্রথমারের মতো গানবাংলার ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে এ সিজনের গানগুলো।

আইয়ুব বাচ্চু উইন্ড অব চেঞ্জ কৌশিক হোসেন তাপস গানবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর