‘থিয়েটার কথন’র তিন দিনব্যাপী ঈদ আড্ডা
২৫ মে ২০২০ ১৭:৫৪
বাংলাদেশের জনপ্রিয় নাটকের শো এবং নাটকের বিভিন্ন তথ্য প্রচারের ফেসবুক গ্রুপ ‘থিয়েটার কথন’। করোনায় ঘর বন্দি সময়ে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে অভিনয়, গান, নাচ, আবৃত্তি ও থিয়েটার বিষয়ে কাজ করছে এবং তাদের মূল উদ্দেশ্য আনন্দে কাটানো। এবার ‘থিয়েটার কথন’ আয়োজন করেছে তিন দিনব্যাপী ঈদ আড্ডার।
২৫ থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, বিকাল ৫টা এবং রাত ৯টায় থাকছে গান, আবৃত্তি ,নাচ, নাটকের সেমিনার। ‘থিয়েটার কথন’র এডমিন নিমাই সরকারের মূল ভাবনায় এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মোস্তাক আহমেদ।
ঈদের দিন (সোমবার) প্রথমে দিনে সকাল এগারোটায় ছিলেন আবৃত্তিশিল্পী রিমা দাস, বিকাল ৫টায় নাট্যকার, নির্দেশক, সুরকার ও সঙ্গীত পরিচালক শিশির রহমান। এবং সবশেষে রাত নয়টায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকারদের নিয়ে সেমিনার। আর এতে অংশ নেবেন আনন জামন, রুমা মোদক, সাধনা আহমেদ ও আসাদুল ইসলাম।