Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্নবের ‘চোরা কাঁটা’


২৬ মে ২০২০ ১০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ণব ছিলেন কলকাতায়। রাজীব আশরাফ হঠাৎ করে লকডাউনের দিনে পাঠিয়ে দিলেন একটা গান, একটা লিরিক অর্ণবের কাছে। লিরিকটা দেখার পরেই অর্ণব গিটার নিয়ে বসে গেলেন সুর করতে। সুর হলো, সুর হওয়ার সাথে সাথেই অর্ণব পাঠিয়ে দিলেন তার বন্ধুদের কাছে যারা গানটি বাজাবেন। সবাই যার যার ঘরে গানটা বাজালো। বাজানোর পর আবার অর্ণবের কাছে পাঠালো মাস্টার, মিক্সিং হলো। তারপরে এটা চলে গেলো অর্ণবেরই বন্ধু আবরারের কাছে। পুরোনো কিছু ফুটেজ এবং নতুন কিছু সংযোজন ঘরে থেকে শুট করে সবাই পাঠালো আর আবরার বানালো একটা ভিডিও। এভাবেই গানচিলের ঈদের নিউ নরম্যাল গান চলে আসলো- ‘চোরা কাঁটা’।

এটি এবারের ঈদে অর্ণবের একমাত্র গান। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদেরদিনই প্রকাশিত হয়েছে অর্ণবের ঈদের গান ‘চোরা কাঁটা’।

বিজ্ঞাপন

গানটি ইউটিবের পাশাপাশি শুনতে পারবেন বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও এপ্সগুলোতে।

অর্ণব গানচিল মিউজিক চোরা কাঁটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর