আজ ফেসবুক লাইভে নাটক নিয়ে কথা বলবেন দুই বাংলার নাট্যাঙ্গনের তিন নাট্য ব্যাক্তিত্ব – বাংলাদেশের ড. আইরিন পারভীন লোপা, জাহিদ রিপন ও পশ্চিমবঙ্গের কিশোর সেনগুপ্ত। বাংলাদেশের জনপ্রিয় নাটকের শো এবং নাটকের বিভিন্ন তথ্য প্রচারের ফেসবুক গ্রুপ ‘থিয়েটার কথন’র ফেসবুক পেইজে রাত ৯টায় শুরু হবে এই আড্ডা।
করোনায় ঘর বন্দি সময়ে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে অভিনয়, গান, নাচ, আবৃত্তি ও থিয়েটার বিষয়ে কাজ করছে ‘থিয়েটার কথন’। এর এডমিন নিমাই সরকারের মূল ভাবনায় এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মোস্তাক আহমেদ।