এই সময়ের বেশ আলোচিত কণ্ঠশিল্পী ঐশী। ২০১৫ সালে প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। এবার তার গান প্রকাশিত হচ্ছে জি- সিরিজের ‘অগ্নিবীণা’ থেকে। ‘সাততলা দোযখ’ শিরোনামে গানটি লিখেছে দেশের জনপ্রিয় গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।
‘সাততলা দোযখ’ প্রসঙ্গে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ জানালেন, ‘মানুষ পাপ করেই যাচ্ছে লাগামহীন, মানুষকে পাপ থেকে পাপ কর্মথেকে বিরত থাকার জন্যে আকুল আবেদন করা হয়েছে। কেননা এই পাপের বিচার একদিন হবেই। যে যা করবে তাকে তার কর্মফল পেতেই হবে- সেটা দুনিয়াতে বা আখেরাতে। তাই মহান স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করে তার বিধিবিধান অনুযায়ী সৎপথে, আলোর পথে, ভালোর পথে থেকে মানবের কল্যাণকর কর্ম করার আন্তরিক আহ্বান জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রতি।’
প্রযোজনা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ থেকে জানানো হয়, অতি সম্প্রতি তাদের ইউটিউব চ্যানেলে ‘সাততলা দোযখ’ গানটি মুক্তি পেতে যাচ্ছে।