সংসারে অশান্তির গল্প ‘বউ নিখোঁজ’
২৮ মে ২০২০ ১৮:৫৯
একটু চালাক প্রকৃতি হওয়ায় আখম হাসানকে গ্রামের মানুষ শিয়াল নাজিম বলে ডাকে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠায়। নিজের এজেন্সিকে শক্তিশালি করার জন্য ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়।
হাসান খেয়াল করে দেখেছে ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সবাইকে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। এ মেয়েকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে সংসারে শুরু হয় অশান্তি। গোদের ওপর বিষফোড়ার মতো পরদিন থেকে তার বউ নিখোঁজ। থানা পুলিশ আইন আদালাত। এখন কি হবে?
এমন গল্পে নির্মিত হয়েছে ঈদ নাটক ‘বউ নিখোঁজ’। দীপু হাজরার পরিচালনায় নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু।
‘বউ নিখোঁজ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা যুঁথি প্রমুখ।
প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন শনিবার (৩১ মে) সকাল ১২টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।