Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘কান্নার রঙ’


২৮ মে ২০২০ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে প্রকাশ পেলো সংগীতশিল্পী রাজু চাকলাদারের অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘কান্নার রঙ’। শিল্পীর ‘জলের আগুন’ অ্যালবামের প্রথম গান এটি।

শিল্পী রাজু চাকলাদার বলেন, আগে আমি কাভার গান এবং লাইভ স্টেজ শো করেছি। একজন সংগীতশিল্পীর আসল জায়গাই কিন্তু স্টেজ, স্টেজ শো শিল্পীকে দক্ষ করে, সবদিক থেকে। ‘কান্নার রঙ’ মূলতঃ আমার গাওয়া এবং প্রকাশিত প্রথম কোনো মৌলিক গান।

গানটি গাওয়ার পাশাপাশি কথা সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রাজু চালকদার ও রোকন ইমন।

ভেল্কি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘কান্নার রঙ’র মিউজিক ভিডিও। পরিচালনা করেছেন তোফায়েল আহমেদ খান।

বিজ্ঞাপন

https://youtu.be/H4HL4unDGfI

কান্নার রঙ রাজু চাকলাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর