করোনায় মারা গেলেন মোস্তফা কামাল সৈয়দ
৩১ মে ২০২০ ১৬:০৫
মহামারি করোনাভাইরাসে এবার মারা গেলেন দেশের টেলিভিশন জগতের অন্যতম পুরোধা মোস্তফা কামাল সৈয়দ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে ২০০৩ থেকে অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (৩১ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
এনটিভির গণসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। গত ১৫ মে থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন মোস্তফা কামাল সৈয়দ।
পাভেল ইসলাম বলেন, ‘তিনি ভেন্টিলেশনে ছিলেন। দুপুর দেড়টার দিকে তার ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। স্যারের পরিবার ও এনটিভি কর্তৃপক্ষ মিলে পরবর্তী বিষয়গুলো নির্ধারণ করবেন।’
সরকারি নির্দেশনা অনুযায়ী তার দাফন ও জানাজা করা হবে। দাফন করা হবে বনানী কবরস্থানে।
২০০৩ সালে এনটিভিতে যোগদানের আগে বহু বছর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান প্রধান হিসেবে ছিলেন। সব মিলিয়ে দেশের টেলিভিশন জগতে তার ৫২ বছরের ক্যারিয়ার।
অনুষ্ঠান প্রধান এনটিভি করোনাভাইরাসে মৃত্যু মোস্তফা কামাল সৈয়দ