Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙিন হচ্ছে সত্যজিতের ‘পথের পাঁচালী’


১ জুন ২০২০ ১৪:৫২

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’ মুক্তি পায় ১৯৫৫ সালে। ওই সময়ের অনেক আগে বিশ্ব চলচ্চিত্র রঙিন ছবি নির্মাণ সাধারণ ব্যাপার ছিলো। কিন্তু উপমহাদেশের তৎকালীন বাস্তবতায় এটি নির্মিত হয় সাদাকালোতে। সাদাকালো ছবিটি এখন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম ক্লাসিক হিসেবে স্বীকৃত।

‘পথের পাঁচালী’ যারা দেখেছেন তারা অনেকেই ভেবেছেন ইস! যদি ছবিটি রঙিন হতো! তাদের সে ইচ্ছা পূরণের চেষ্টা করছে আমেরিকার ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। তারা প্রকাশ করেছে ‘পথের পাঁচালী’র ফোর কে রেজুলেশনের একটি রঙিন ভিডিও।

বিজ্ঞাপন

ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সাথে কাজ করছেন বাংলাদেশি ভিডিও সম্পাদক রাকিব রানা। তারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করেছেন।

গবেষক দলটির প্রকাশিত ৩ মিনিটের ভিডিওতে অপু, দুর্গা, সর্বজায়া ও হরিহর উপস্থিত হয়েছেন রঙিন রুপে। আরও দেখা গেছে বিখ্যাত ট্রেন চলে যাওয়া ও কাঁশবনের দৃশ্য।

টপ নিউজ পথের পাঁচালী রঙিন রাকিব রানা সতজিৎ রায়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর