Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে গান ‘যখন যুদ্ধে আছি’


২ জুন ২০২০ ১৬:৩২

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন সবাই। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং মানুষ হয়ে পড়েছে গৃহবন্দী। চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সাথে অভ্যস্থ হচ্ছি আমরা। অনেকেই হারাচ্ছি প্রিয় মানুষটিকে। চারিদিকে কেমন যেন এক শোকের ছায়া বিরাজ করছে আর এর মাঝেই মানুষের বেঁচে থাকার আকুতি। এ যেনো এক যুদ্ধ।

সুস্থভাবে বেঁচে থাকতে চরম এই যুদ্ধে ভীত সন্ত্রস্ত মানুষগুলোকে উৎসাহ দিতে গানচিল মিউজিক তৈরি করেছে মাহাদী, এলিটা করিম, পড়শী ও  মাহাতিম শাকিব এর যৌথ গান ‘যখন যুদ্ধে আছি’।

বিজ্ঞাপন

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল,  সুর করেছেন শাহবাজ খান পিলু এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

খুব শীঘ্রই গানটি প্রকাশিত হবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এবং পাশাপাশি প্রকাশিত হবে বাংলাদেশের অডিও স্ট্রিমিং সাইট ও এপগুলোতেও।

এলিটা করিম পড়শী মাহাতিম শাকিব মাহাদী যখন যুদ্ধে আছি