Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিল্পের দায়, শিল্পীর দায়িত্ব’ নিয়ে আজ ‘বটতলার আলাপ’


৪ জুন ২০২০ ১১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন সবাই। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং মানুষ হয়ে পড়েছে গৃহবন্দী। চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সাথে অভ্যস্থ হচ্ছি আমরা। নভেল করোনা ভাইরাস সংক্রমণের এই ঘরবন্দি সময়ে থিয়েটার ক্লাস, আলোচনাসহ নানামুখি আয়োজন করে আসছে ‘বটতলা’ নাট্যদল।

আজ (৪ জুন) রাত ৯টায় BotTala- a performance space-এ দলটির অন্যতম আয়োজন ‘বটতলার আলাপ’ অনুষ্ঠিত হবে। সামিনা লুৎফা নিত্রা’র সঞ্চালনায় আজকের এই আলাপে ‘শিল্পের দায়, শিল্পীর দায়িত্ব’ নিয়ে আলোচনা করবেন আজফার হোসেন। এছাড়াও থাকবে বটতলার সদস্যদের গান, আবৃত্তিসহ অন্যান্য আয়োজন। বটতলার ফেসবুক পেইজ থেকে এটি সরাসরি সম্প্রচার হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর