Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটক নিয়ে লাইভে মঞ্চসারথি আতাউর রহমান


৭ জুন ২০২০ ১১:১২

আজ ফেসবুক লাইভে নাটক নিয়ে কথা বলবেন স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। সাথে সঞ্চালনায় থাকবেন নাট্যাঙ্গনের আরেকজন নন্দিত নাট্য ব্যক্তিত্ব নাট্যনির্দেশক ড. আইরিন পারভীন লোপা।

দেশের নাট্যাঙ্গনের দুই নাট্যজনের এই আড্ডা প্রচারিত হবে আজ (রোববার) রাত ৯টায় বাংলাদেশের জনপ্রিয় নাটকের শো এবং নাটকের বিভিন্ন তথ্য প্রচারের ফেসবুক গ্রুপ ‘থিয়েটার কথন’র ফেসবুক পেইজে।

এই আড্ডা প্রসঙ্গে ‘থিয়েটার কথন’র প্রধান উদ্যোক্তা নিমাই সরকার বললেন, ‘করোনায় ঘর বন্দি সময়ে অভিনয়, গান, নাচ, আবৃত্তি ও থিয়েটার বিষয়ে আলোচনার মাধ্যমে কিছুটা সময় থিয়েটার বিষয়ে কাজ করা এবং ঘরে বসে ফেসবুকের মাধ্যমে আনন্দে কাটানোই আমাদের মূল উদ্দেশ্য’।

ড. আইরিন পারভীন লোপা থিয়েটার কথন নাট্যাঙ্গন মঞ্চসারথি আতাউর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর