Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লহরী’র চারদিনব্যাপী শুদ্ধসঙ্গীতের আসর


৭ জুন ২০২০ ১৩:০১

ফেসবুক লাইভে এবার চারদিনব্যাপী শুদ্ধসঙ্গীতের আসর। আয়োজন করেছে শুদ্ধসঙ্গীতের চর্চা ও প্রচার-প্রসারের সংগঠন ‘লহরী’। এটি তাদের দ্বিতীয় আসর। চলবে রোববার (৭ জুন) থেকে বুধবার (১০ জুন) পর্যন্ত। এবারের আসরে থাকছে- যন্ত্রসঙ্গীত (এস্রাজ, বাঁশি, সারেঙ্গী) ও কণ্ঠসঙ্গীত।

রোববার (৭ জুন) এই আসরের প্রথম দিনে ‘এস্রাজ’-এ ‘বাগেশ্রী’ রাগ বাজিয়ে শোনাবেন শিল্পী গৌরাঙ্গ কৃষ্ণ দাস। সোমবার (৮ জুন) কণ্ঠসংগীতে ভীমপলশ্রী পরিবেশন করবেন শিল্পী সমুদ্র শুভম। মঙ্গলবার (৯ জুন) বাঁশিতে ‘দূর্গা’ রাগ বাজিয়ে শোনাবেন শিল্পী রানা ঘোষ। বুধবার (১০ জুন) ‘সারেঙ্গী’তে রাগ ‘ইমন’ বাজাবেন শিল্পী শৌণক দেবনাথ ঋক। পুরো আয়োজনটির উপস্থাপনায় থাকবেন রায়হানুল আমিন কল্লোল।

বিজ্ঞাপন

শুদ্ধসঙ্গীতের এই আসর প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় ‘লহরী’র ফেসবুক পেইজ (facebook.com/লহরী) -এ।

এস্রাজ ফেসবুক লাইভ লহরী শুদ্ধসঙ্গীত সারেঙ্গী