Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় ফিরেছেন পরিচালক আকরাম খান ও তার স্ত্রী


৯ জুন ২০২০ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ মে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা আকরাম খান জানান, তিনি করোনায় আক্রান্ত। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৯ জুন) তিনি বাসায় ফিরেছেন। তার সাথে তার স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন। তিনিও বাসায় ফিরেছেন।

‘ঘাসফুল’ ও ‘খাঁচা’ নির্মাতা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার সুস্থ হওয়ার খবরটি জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় তারা কভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। বিশেষ করে সকল স্বাস্থ্যকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আকরাম।

আকরামের বোন নাফিসা রহমান খান জানান, সবার সুরক্ষা নিশ্চিত করতে আকরাম ও ঋতা বাসায় সাতদিনের আইসোলেশনের থাকবেন। তিনি পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আকরামের স্ত্রী ঋতা করোনা মহামারীর মাঝে নিয়মিতই হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘বিধবাদের কথা’ নামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন আকরাম খান। এর আগে ‘খাঁচা’ জন্যও অনুদান পান তিনি। দুটো চলচ্চিত্রেরই কাহিনি নেওয়া হয়েছে হাসান আজিজুল হকের গল্প থেকে।

আকরাম খান করোনাভাইরাস খাঁচা ঘাসফুল