Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্মিতা পছন্দে ছিলেন না


১০ জুন ২০২০ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের একসময়ের হার্টধ্রব সুস্মিতা সেন আবার অভিনয়ে ফিরছেন। তবে এবার আসছেন ওয়েব সিরিজ ‘আরিয়া’ নিয়ে। তিনি গত বছর এ সিরিজটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। বর্তমানে এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তবে বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ‘আরিয়া’র জন্য তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না।

জানা গেছে, পরিচালক রাম মাধভানি ২০১০ সালে মুক্তি পাওয়া ডাচ সিরিজ ‘পিনোজা’ রিমেক করতে চেয়েছিলেন হিন্দি পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে। তার প্রথম পছন্দ ছিলেন কাজল এবং তার সাথে প্রজেক্টটি নিয়ে আলাপও করেছিলেন। কাজল গল্প ও এর চিত্রনাট্য বেশ পছন্দ করেছিলেন। তার সাথে কাজটি আর করা হয়নি, শেষ মুহুর্তে তার কিছু ব্যক্তিগত কাজ পরে যাওয়ায়। পরবর্তীতে রাম প্রস্তাব দেন সুস্মিতাকে।

বিজ্ঞাপন

‘আরিয়া’র প্রধান চরিত্র একজন নারী। তাই রাম চাচ্ছিলেন এমন একজনকে যিনি পর্দায় দাপট দেখাবেন এবং একই সাথে দুর্দান্ত অভিনেতা।

সিরিজটি প্রযোজনা করছে হটস্টার।

আরিয়া কাজল সুস্মিতা সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর