অস্কার, বাফটা ও গ্রামি বিজয়ী উপমহাদেশের প্রখ্যাত সুরকার এ আর রহমান যুক্ত হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির সাথে। বাংলাদেশ-ভারত-আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সহ-প্রযোজকও হয়েছেন তিনি। চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক পত্রিকা ভ্যারাইটি খবরটি প্রকাশ করেছে।
‘নো ল্যান্ডস ম্যান’র গল্প একজন দক্ষিণ এশীয় নাগরিকের জীবনকে ঘিরে। জীবনের একটা সময়ে তার এক অস্ট্রেলিয়ান নারীর সাথে দেখা হয়, তখন অনেক কিছুই জটিল উঠে।
ভ্যারাটিকে এ আর রহমান ছবিটি নিয়ে বলেন, ‘সময় সবসময় জন্ম দেয় নতুন জগতের, নতুন আদর্শের। নতুন সৃষ্টি হওয়া জগতে থাকে বলার মতো নতুন চ্যালেঞ্জ ও নতুন গল্প। এটিও সেরকম একটি গল্প।’
‘নো ল্যান্ডস ম্যান’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতীয় অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান থিয়েটার শিল্পী মেগান মিচেল ও বাংলাদেশের তাহসান অভিনয় করেছেন।
ছবিটির শুটিং হয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারতে। ছবিটি মূলত ইংরেজি ভাষায় নির্মিত। তবে হিন্দি এবং উর্দু ভাষায়ও কিছু সংলাপ থাকবে।