Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘কফি উইথ মাসুম’


১১ জুন ২০২০ ২১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ এক সঙ্গীত পরিচালক রেডিও অনুষ্ঠানে গিয়ে সেখানকার আরজেকে ভালো লেগে যায়। অনুষ্ঠান শেষেও তরুণীটিকে ভুলতে পারে না সে। মেয়েটিকে নিয়ে সে কল্পনার জগত সাজায়। চিন্তা করে তাকে কফির দাওয়াত দিবে। কিন্তু একটাই ভয় যদি ভালোবাসার প্রস্তাব দিতে গিয়ে যদি প্রত্যাখানের যন্ত্রণা সইতে হয়!

এরকম এক ঘটনার আবহে কোন এক বৃষ্টির দিনে নিজের গাড়িতে বসে সোলসের কী-বোর্ডিস্ট মীর মাসুম লিখেছেন ‘কফি উইথ মীর মাসুম’। তার সুর করা ও গাওয়া গানটির মিউজিক ভিডিও এসেছে গানচিল মিউজিক থেকে।

মাসুম বলেন, ‘একজন আরজকে একসময় মনে ধরেছিলো। তিনি টিভিতেও উপস্থাপনা করতো। তাকেই কফির দাওয়াত দিতে চেয়েছিলাম। কিন্তু আজ-কাল করতে করতে আর করা হয়নি। তখনই একদিন গানটি লেখা ও সুর করা। গানটি সম্পূর্ণ করতে সাহায্য করেছে আমার বন্ধু রনি।’

বিজ্ঞাপন

‘কফি উইথ মীর মাসুম’ গানের অ্যানিমেশনের কাজ করেছেন অনিন্দ কবির অভীক।

গানচিল থেকে জানানো হয়েছে গানটি খুব শিগগিরই তাদের ইউটিব চ্যানেলে উন্মুক্ত করা হবে। একই সময়ে গানটি শোনা যাবে অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসে।

কফি উইথ মাসুম গানচিল মিউজিক মীর মাসুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর